সৌরভ ভট্টাচার্য
24 April 2019
চিন্তা করতে উৎসাহ দিন, বিশ্বাস করতে নয়। প্রশ্ন খুঁজতে উৎসাহ দিন, উত্তরে থামতে নয়।
বড্ড গোলমাল হয়ে যাচ্ছে চারদিকে। কোনো 'ইজ্ম'-এই বিশ্বাসী হতে হবে না। চিন্তাটা দুদিকে ধার তরোয়াল হোক।
চিন্তা মাটি কেটে পথ বার করবে আর সহানুভূতি আর সহমর্মিতায় সেই পথ হাঁটা হবে, আলো দেখাবে শুভবুদ্ধি - এই তো মোদ্দা কথা। তা নিয়ে এত মামলা-মোকদ্দমা, হইচই, ঝুটঝামেলা কেন বাপু! মাঝখান থেকে এই মোদ্দা কথাটা গুলিয়ে আমরা খাবি খাচ্ছি, গোল গোল একই জায়গায় ঘুরে মরছি, আর ওদিকে নেপোয় মারে দই হয়ে যাচ্ছে। দূর দূর, যত্তসব আহাম্মকি বুদ্ধি আমাদের। গুগুলে জীবন নেই, ধম্মেকম্মেও নেই, জীবন আছে পেটে, বুকে আর মাথায়। পেটের নীচে অতিসক্রিয় আর মাথার মধ্যে বাসিগন্ধ - হ্যাঁ গা? এইভাবে বাঁচা যায়! চলেন উঠে পড়ে লাগি। 'কিস্যু হবে না' যারা বলবে, তাদের বলব কিস্যু হবে না বলেই তো টেনশান নেই, চল কোদাল চালাই... চিন্তার কোদাল... স্পষ্ট হ মন... ঈশ্বর যদি বুদ্ধি দিয়েছেন সে নিজে একটু বিশ্রাম নেবেন বলে, কেন বাপু তাকে ডেকে ডেকে হয়রান করা রাতদিন, বলি বয়েস তো হয়েছে নাকি!