সৌরভ ভট্টাচার্য
12 November 2021
চিহিরো গেল জয়পুরে
জিভের ফোঁড়া নিয়ে
ডাক্তার দিল ফোঁড়া কেটে
লেজার কাঁচি দিয়ে
হেঁটে হেঁটেই ওটিতে ঢুকল
সব্বাই দেখে অবাক
এত সাহস চিহিরো পালের
সবাই বলে, কেয়া বাত!
বেডেই শুয়েই কার্টুন দেখে
হাতে চ্যানেল করা
ডাক্তার এসে দেখে দেখে যায়
সে কাউকে না দেয় তাড়া
এদিকে তো গো দাদু দিদারা
মা, বাবা, যত মামু
কেঁদেকেটে সব বন্যা করে
ভাবে কখন খাবে চুমু!
এসব দেখে চিহিরো বলে
আচ্ছা বোকা দেখি
আমাকে দেখেও এত ভীতু সব!
এ লজা কোথায় রাখি
সবাই থাকো ধৈর্য ধরে
আসছি আমি উড়ে
বেড়াতে যাব, মজা করব
কটা উট আনছি ব্যাগে ভরে!
(চিহিরো আরাধ্যার প্রিয় কার্টুন চরিত্র। সাহসী বাচ্চা মেয়ের।)