সৌরভ ভট্টাচার্য
29 January 2017
আমায় জ্যান্ত চেয়েছিলে না?
তবে নাক-চোখ-মুখ চেপে ধরছ কেন?
তোমাকে আকাশ হতে হবে, সমুদ্র হতে হবে - কই চাইলাম!
শুধু দেওয়াল হোয়ো না প্লিজ
মেঝেও হতে হবে না, ছাদও না
দরজা অথবা জানলার মত হতে গিয়ে
কয়েকটা পাল্লার মত হলে। বন্ধ পাল্লা।
আমি ঘর চেয়েছিলাম
তোমায় নির্জীব ঘর তৈরি করতে চাইনি!
না তো নিজেকেও!
ভুলে যাও সব। বরং মরার চেষ্টা করো।
তবে তোমায় বাঁচতেই হবে,
জড়ের মৃত্যু নেই জানো তো!