Skip to main content


-----
ছেলেটা আর মেয়েটা ভালবেসে বিয়ে করল।
দিন গেল
ছেলেটা মেয়েটাকে ছাপিয়ে অনেক এগিয়ে গেল
অনুভবে চিন্তায় সৃষ্টিতে।
দুজনেই হল নি:সঙ্গ।
ক্রমে নি:সঙ্গতা হল অবহ।
ছেলেটা পেল খুঁজে একজনকে, নি:সঙ্গতা কাটল।
সব ছেড়ে গেল তার সাথে।
লোকে বলল, ত্যাগ। বৃহতের স্বার্থে এতো হতেই পারে!


-----
মেয়েটা আর ছেলেটা ভালবেসে বিয়ে করল।
দিন গেল
মেয়েটা ছেলেটাকে ছাপিয়ে অনেক এগিয়ে গেল
অনুভবে চিন্তায় সৃষ্টিতে।
দুজনেই হল নি:সঙ্গ।
ক্রমে নি:সঙ্গতা হল অবহ।
মেয়েটা খুঁজে পেল একজনকে, নি:সঙ্গতা কাটল।
সব ছেড়ে গেল তার সাথে।

লোকে বলল, অহংকারী! ওর ভাল হবে কোনদিন?

Category