সৌরভ ভট্টাচার্য
25 May 2019
১
----
"ঠাকুমার জ্বর হল। বাবা বলল, বেড়াতে যাব কি করে? মা বলল, হাস্পাতালে দিয়ে দাও।"
----
"ঠাকুমার জ্বর হল। বাবা বলল, বেড়াতে যাব কি করে? মা বলল, হাস্পাতালে দিয়ে দাও।"
আমি বললুম, "তারপর কি হল?"
"ঠাকুমা বলল, আচ্ছা। বাবা ঠাকুর্দাকে সারাক্ষণ ফোন করে করে খবর নিচ্ছিল। ঠাকুর্দার তো হাঁপের টান। সব সময় কথা বলতেও পারে না। মা বলল, ঠাকুমা ঠাকুর্দার বদমায়েশি।"
২
-----
মা নিতে এল।
-----
মা নিতে এল।
"পড়ছে স্যার ঠিক মত? দেখবেন ছেলেটা যেন মানুষ হয়.. ওর বাবার মত ও এক ছেলে.. কি যে চাপ!"