সৌরভ ভট্টাচার্য
28 December 2014
ছেলেটার পরীক্ষা শেষ
সিক্স থেকে সেভেনে ওঠার ফাঁক
ওর মামা গল্পের বই দিল
ওর মেশো ব্যাট বল দিল
ওর দাদু আঁকার খাতা রঙ দিল
ওর কাকা ভিডিও গেম দিল
ছেলেটা সব কিছু নিয়ে শীতের সকালে ছাদে উঠল
সব কিছু মাদুরে সাজিয়ে রাখল
তারপর সারাটা ছাদ ঘুরে ঘুরে
অঙ্কের সূত্র আওড়াতে লাগল
ভাই বলল, খেলবি না দাদা?
সে বলল, ননসেন্স!
আবার ঘুরতে ঘুরতে ব্যাসার্ধের সংজ্ঞা বলল
জ্যামিতির সূত্র বলল,
আরো কি সব বলে চলল।
তারপর মাদুরের এককোণায় গুটিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল ক্লান্ত হয়ে
ব্যাট বল, গল্পের বই, আঁকার খাতা, রঙ, ভিডিও গেম
সব ওর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকল
আর তাকিয়ে রইল সারাটা আকাশ
ওর সর্বাঙ্গ ছেয়ে
শীতল বাতাস ওর চুলের মধ্যে দিয়ে খেলে যেতে লাগল
কিন্তু কেন জানি ও মাঝে মাঝেই উঠছিল শিউরে!