Skip to main content

মনের দু'পাশে দুটো হাত দিয়ে আগলে রেখেছো কিছুতেই যেন হারিয়ে না যাও ভিড়ে

বেসামাল ভূমিকম্পে কেঁপে উঠলে হাত
কামড়ে ধরো মনের দুটো পা
     যাতে পালাতে না পারে
         ঝর্নার মত নদী না হয় ছিটকিয়ে

এখন রাত্রি অনেক গভীর
    সারা আকাশে রহস্যময় হাসি
অবশ শরীরে তবু আগলে আছো মন

      এবার সরে যাও
      মিলিয়ে যাক মন ছায়া পথে

দেখবে তুমি ছিলে না কোনো কালে
     যা ছিল তা মনের বসন মাত্র
     যাকে, তুমি 'আমি' বলে ভুলিয়েছিলে
                     একা

 

Category