Skip to main content

কই তুমি পালালে না তো?
বলেছিলে তো হাত ধরতেই দেবে না
হাত ছুঁলাম তো, কই সরালে?
চোখের দিকে তাকালে বলেছিলে- আড়ি
কোথায়? চোখের দিকে তাকাতেই সিঁড়ির দরজা খুলে দিলে
আমার হাত ধরে নামতে নামতে
না-জানা অনেক কথা বললে
আমার ভাল লাগে নি সব কথাগুলো শুনতে
একদম ভাল লাগে নি।
 
এখন মনে হচ্ছে তুমি পালিয়ে গেলেই
বোধহয় ভাল ছিল, কেন পালালে না?
 
এখন পালাতে পারো, তবে যাওয়ার আগে
তোমার কথাগুলো ছাড়িয়ে নিতে পারবে?
ওরা আমার দরজা জানলা ছেয়ে গেছে লতার মত,
তুমি ছাড়াতে চাইলেও কি ওরা ছাড়বে?

Category