Skip to main content

ছড়ানো ছেটানো ভালোবাসার আবদার
কচু পাতায় বৃষ্টির জলের মত টলটল
                   বড় জীবন্ত, বড় স্বচ্ছ

আকাশে মাখামাখি মেঘলা অভিমান
  ভেজা বাতাসের বেগ 
                বড় পাগল, বড় অশান্ত

(Debasish তুলে দিল ছবিখানা)