Skip to main content
 
ছন্নছাড়া বাড়বাড়ন্ত ওরা
শিকড় নেমেছে অতীত অন্ধকারে
'আমি' ছায়াটা হতে হতে মিলিয়ে যাচ্ছে
  সারাটা দেওয়াল জুড়ে আঁকছি বাইসন আর বাইসন
    জীবন - সময় - সম্ভবের কারাগারে