Skip to main content
চাঁদের টানে

চাঁদের টানে
সাগরের বুকে ওঠে ঢেউ
সাগর তাতেই খুশী
চাঁদের দখলদারি
    সে আর চাইল কবে!