সৌরভ ভট্টাচার্য
6 August 2020
ছন্দ রচনা: সৌরভ ভট্টাচার্য্য আবৃত্তি পাঠ: সংহিতা ব্যানার্জী মূল কবিতা ========== আমি চাই না তুমি চাবির গোছাটা হারিয়ে ফেল আমি চাই না তোমার শোয়ার ঘর তোমার রান্নাঘর তোমার স্নানেরঘর তোমার অপরিচিত হোক আমি চাই তোমার অবকাশের কোনো উদ্বৃত্ত মুহূর্তে যদি স্মরণ করো আমায় বসন্তের ফুলের সৌরভে নয় ঝরাপাতার বন্ধনহীন গৌরবে ধন্য হব তুমিই তো সেই একমাত্র মানুষ যে আমায় বুঝতে চেয়েছিলে নিজের কিম্বা আমার ছন্দ ভেঙে নয়, আমার ছন্দে নিজের ছন্দ আবিষ্কার করে