Skip to main content
চেয়েছিলে সাজির ফুল
   বলেছিলাম, এ নৈবেদ্যর!
      এ যে আত্মনিবেদনের অর্ঘ্য!

ফাঁকি দিয়ে তবু নিলে সে ফুল
    মিথ্যা ছলনা করে
খোঁপায় দিলে, কানেতে দিলে
     গলায় করলে মালা

ওরে মূঢ়, চন্দন কাঠ চন্দন হয়
    জলের নম্রতায় হয়ে মাখা

এবার আমার সাজি গোপনের পালা


Category