Skip to main content

তোমাকে ভুল বোঝার মানুষ প্রচুর পাবে। ঠিক বোঝার মানুষ হাতে গোনা কয়েকজন। দেখো যেন সেই 'ঠিক বোঝা'র মানুষগুলোর মধ্যে প্রথমজন হও তুমি নিজে। 

নিজেকে নিজে বুঝতে না পারার মত অসহায় অন্ধকার আর হয় না বোধহয়। যেন নিজের বাড়ির সদর দরজার চাবি নিজে হারিয়েছি। বাড়িতে ঢুকতে পারছি না।পথে বসে। অথচ না পারছি থানায় রিপোর্ট করতে, না পারছি আর কাউকে দায়ী করতে। অপেক্ষায় আছি, কেউ যদি তার নিজের বাড়ির চাবি দিয়ে আমার বাড়ির তালা খুলে দিয়ে যায়। আরে তাও কি হয়! কেউ বড় জোর চাবি খুঁজতে সাহায্য করতে পারে, চাবি দিয়ে নয়।