সৌরভ ভট্টাচার্য
28 September 2016
হাত ধরেনি
হাত ধরতেও দেয় নি
লজ্জায়
শুধু হাঁটতে হাঁটতে দেখছিল
নিজেদের ছায়াগুলো বেহায়ার মত
একে অন্যের গায়ে মিশছে
প্রকাশ্যে, অসঙ্কোচে রাস্তায়
ওরা ছায়ার সাথে মিশে
দূরত্ব দূরত্ব খেলছিল
ভালোবাসলেও
সামাজিক দূরত্বে অসহায়
(Beloved উপন্যাস দ্বারা অনুপ্রাণিত)