Skip to main content

হাত ধরেনি
      হাত ধরতেও দেয় নি

             লজ্জায়

শুধু হাঁটতে হাঁটতে দেখছিল
  নিজেদের ছায়াগুলো বেহায়ার মত
    একে অন্যের গায়ে মিশছে
         প্রকাশ্যে, অসঙ্কোচে রাস্তায়

ওরা ছায়ার সাথে মিশে
    দূরত্ব দূরত্ব খেলছিল
 ভালোবাসলেও
      সামাজিক দূরত্বে অসহায়

 

(Beloved উপন্যাস দ্বারা অনুপ্রাণিত)

Category