Skip to main content
প্রেমের কবিতা স্মার্ট হয় না
আবার বোকা বোকা কথাই বা লিখি কি করে?
 
দেখো বাপু, ভালোই তো বেসেছি শুধু
  তা বলে, "যেমন খুশী সাজো" প্রতিযোগিতায় পাল্লা দিতে বোলো না
 
দেওয়ালে পিঠ ঠেকে গেলে
     আমি দেওয়াল জুড়ে ছবি আঁকি
 
তোমাতে এসে ঠেকলাম
  তুমিই সেই দেওয়াল 
        রঙ ধরছে মর্জিমাফিক
 
দুনিয়ার খবরে কাজ কি
      ছবির শেষে ক্যানভাস দেখতে চাই না
 
 

Category