সৌরভ ভট্টাচার্য
16 March 2017
নীল আকাশের ক্যানভাসে পলাশকে দেখেছি বসন্তে
কালো মেঘের ক্যানভাসে কৃষ্ণচূড়াকে দেখেছি
বর্ষায়
আবার কখনও একলা নীলাকাশ
ভালোই তো লেগেছে
জীবনের ক্যানভাসেও ঋতুতে ঋতুতে নানা ফুল
সুখ, দুঃখ, বিষাদ, উদাস
শুধু বলি, মন উদ্বিগ্ন হোয়ো না
শুধু দেখো, দেখো, আর দেখো
তুলতেও যেও না, ফেলতেও না
ফিরতে হবে মনে রেখো
আর ফিরতে হয় শূন্য হাতেই
সব ক্যানভাস ফেলে রেখে
(ছবিঃ সমীরণ নন্দী)