Skip to main content
চললাম সেই পথেই
   যে পথে কিছু কাঁকড় এখনো প্রতিশোধ নেবে বলে বুক চিতিয়ে শুয়ে আছে
      জিঘাংসা লোলুপ জিভ

সেই পথেই চললাম
    যে পথে মৃত্যুর ছায়ারা গাছের ছায়ায়
        মেঘের ছায়ায় ক্যামোফ্লেজ খেলছে

সেই পথেই বাঁক নিলাম
     যে পথে হাঁটবার জন্য জন্মেছিলাম
না হাঁটলে শ্যাওলা জমত চোখে-মুখে-নাকে

সেই পথেরই পথিক হলাম
    যে পথে সব মোহ-মায়া কাড়বে দস্যু
স্বপ্নগুলো শুকিয়ে তলানিতে এসে পড়বে
  আমি আকাশে ওড়া চিলের দিকে তাকিয়ে
    নিজের পা'কে বলব,
          চলো চলো চলো, নয়তো
     টিউলিপ ফুল ফোটার সময় পেরিয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে

Category