Skip to main content
মনের কিছু খবর রাখি
   আমার কিছু খবর রাখে মন
বেশির ভাগটাই অন্ধকারের ভাগে
   এক সুড়ঙ্গ থেকে আরেক সুড়ঙ্গে
                      নিরুপায় গমন

     রহস্যের কুয়াশায় চলা আমরণ

তবু পূর্ণিমার চাঁদের দিকে তাকাই
  খোলা আকাশ বলে
       জানতে নেই সব
     সব জানার মানে চরম মরণ


Category