Skip to main content

চাইছিলাম আলো জ্বালব ঘরে, এক কোণে। এদিক ওদিক, এদেশ ওদেশ আগুন খুঁজে বেড়ালাম, চাই যে একটু আলো! কোথায় মিলবে ত্রিভুবনে?

অবশেষে পেলাম। হাতে করে আনলাম আগুন। ঘরের কোণে তৃষ্ণার্ত প্রদীপের শিখায় দিলাম ধরে। আলোকিত হল আমার ঘরের কোণ। প্রাণ উঠল খুশীতে গান গেয়ে।
কিন্তু একি! যেদিকেই ফিরি ঘরে, আমার এ যে মস্ত ছায়া দেখি! কোণের প্রদীপ আলোর সাথে সাথে, আমার ছায়াও গড়েছে নিজ হাতে।
ভয় পেলাম। আগুনকে বললাম, করো দয়া, এতবড় মিথ্যা আমার, ভাঙো ভাঙো ছায়ার কায়া।
আগুন উঠল দ্বিগুণ বেগে জ্বলে। ঘরখানাকে পুড়িয়ে নিল মাটিতে ছাই করে।
ছায়া গেল। ঘর গেল। গেল কোণের প্রদীপ। ভুবনজোড়া আলোতে নেই অন্ধকারের ফাঁকি।
আলো জ্বালি না আর, চিরকালের এ আলোকসাগরে নিত্য ডুবে থাকি।