Skip to main content

bm

 

বুকের মধ্যে নীড়

নীড়ের মধ্যে আকাশ

আকাশেতে পূর্ণচন্দ্র

 

বুকের মধ্যে নীড়

নীড়ের মধ্যে আকাশ

আকাশ ঘিরে মেঘ

 

বুকের মধ্যে নীড়

নীড়ের মধ্যে আকাশ

নীড় ঘিরে সেকি ঝড়!

 

বুকের মধ্যে নীড়...

নাহ! নীড় নেই আর

 

আকাশ আছে। ঝড় আছে। আর আছে পূর্ণচন্দ্র।

বুকের মধ্যে ভাঙা নীড়ের গল্প

গল্পের মধ্যে ব্যথা

ব্যথা জুড়ে শুধু আমি

 

(ছবি Debasish Bose)

 

Category