sumanasya
29 March 2024
বুকের মধ্যে নীড়
নীড়ের মধ্যে আকাশ
আকাশেতে পূর্ণচন্দ্র
বুকের মধ্যে নীড়
নীড়ের মধ্যে আকাশ
আকাশ ঘিরে মেঘ
বুকের মধ্যে নীড়
নীড়ের মধ্যে আকাশ
নীড় ঘিরে সেকি ঝড়!
বুকের মধ্যে নীড়...
নাহ! নীড় নেই আর
আকাশ আছে। ঝড় আছে। আর আছে পূর্ণচন্দ্র।
বুকের মধ্যে ভাঙা নীড়ের গল্প
গল্পের মধ্যে ব্যথা
ব্যথা জুড়ে শুধু আমি
(ছবি Debasish Bose)