রাস্তার ধারে দোকান
রাস্তায় চলা ভিড়
দুটো নিঃসঙ্গ চোখ
দোকানের কাঁচ কবে ভেঙে চৌচির
======
দোকানে জ্বলা কম পাওয়ারের বাল্ব
দুটো ঘন গভীর চশমা চোখ
একলা মানুষ,
একলা কয়েকটা বয়েম
ফাঁকাই বেশি
তবু ছড়িয়ে আছে দরদ
======
বিকিকিনি নেই বললেই চলে
তবু রোজ সকালেই
সূর্য পৃথিবীর খেলা
সাড়া দিতে হবেই তাকে, জানে
রোজ রোজ তাই একলা বসে থাকা
=======
রাতের বেলা রাস্তায় ভিড় কম
দোকান বন্ধ ফিরছে দোকানি একা
ক্লান্তির কথা শুনতে নারাজ জীবন
তাই নিজের সঙ্গে নিজের কথা বলা
======
রাস্তা ভেঙে দোকান হবে ভাঙা
বৃদ্ধ একা সবটা শুনে ভাবে
এইভাবেই তো চলে যেতে হয়
একা একাই আসা যাওয়া ভবে
======
একলা বৃদ্ধ
ভাঙা দোকান ছেড়ে
স্টেশানে বসে লজেন্স নিয়ে ঝোলায়
জীবন বলে আরেকটু রাস্তা বাকি
চোখ বুজলেই সব জ্বালা যে জুড়ায়
======
বৃদ্ধ বেচে ঝাল মিষ্টি লজেন্স
বুকের মধ্যে মোহনার জল মাপা
রেললাইনে গড়িয়ে চলে মানুষ
সুখদুখ সবই এখন ফাঁপা
=======
বৃদ্ধ যেদিন শ্মশানে আছে শুয়ে
লাইন আছে, তাই যে হবে দেরি
বৃষ্টি এলো আশ্বিন ঠেলে জোরে
বড্ড যেন, বড্ড সে যে জেদি
======
আগুনের আগে বৃষ্টিতে সে ভেজে
গোটা জীবন মৃত্যুর ঘাড়ে ওঠে
বলল, আমি আবার হব বীজ
অঙ্কুরিত হব মাঠেঘাটে