সৌরভ ভট্টাচার্য
16 July 2017
একটু দাঁড়ান। মিছিলটা পার হোক।
ওদের খিদের দাম আপনার সময়ের দামের থেকে বেশি
একটু বুঝুন
গণতন্ত্রে এটুকু বুঝে নিতে হয়
কখন কোন সময়ে কে বেশি প্রয়োজনীয়
কাকে আগে রাখা উচিৎ, কিম্বা -
কার কতটা খিদে পেলে কোন ঝাণ্ডাটা গিলে খায়
নিন, পার হোন,
ওরা আবার ফিরবে
কিম্বা অন্যরা এসে পড়বে
গণতন্ত্রটা বুঝে রাস্তাটা পার হতে শিখুন!