Skip to main content


বৃন্ত থেকে ঝরে যেতে যেতে
    ফুলটা কি যেন বলে গেল

বুঝতে পারলাম না

ভাবতে ভাবতে ক্রমশ গাছ হলাম 
কুঁড়ি ধরল। ফুল হল। ঝরে পড়ল।

বিনাবাক্যে ঝরে পড়ল
কেন,
   কিছু বুঝতে পারলাম না

তারপর আমি আকাশ হলাম, মাটি হলাম,
    এমনকি হল্কাপোড়া বাতাসও হলাম
     কিন্তু কখনও ফুল হতে চাইলাম না

কেন হতে চাইলাম না
  বুঝতে পারলাম না

Category