সৌরভ ভট্টাচার্য
12 June 2018
বৃন্ত থেকে ঝরে যেতে যেতে
ফুলটা কি যেন বলে গেল
বুঝতে পারলাম না
ভাবতে ভাবতে ক্রমশ গাছ হলাম
কুঁড়ি ধরল। ফুল হল। ঝরে পড়ল।
বিনাবাক্যে ঝরে পড়ল
কেন,
কিছু বুঝতে পারলাম না
তারপর আমি আকাশ হলাম, মাটি হলাম,
এমনকি হল্কাপোড়া বাতাসও হলাম
কিন্তু কখনও ফুল হতে চাইলাম না
কেন হতে চাইলাম না
বুঝতে পারলাম না