Skip to main content
 
তুমি পাপড়ি ঝরা
   শূন্য হৃদয় বৃতি দেখেছ?
আকাশের দিকে তাকিয়ে আছে
        বোকার মত, অপ্রস্তুত
 
বুঝতে চাইছে -
     অপরাধটা কার?
   অবেলায় আসা সময়ের
         না তার?

Category