সৌরভ ভট্টাচার্য
12 February 2019
এক টেলিফোন ডিরেক্টরি ছাড়া ( যাও আজ দুর্লভ) সবই তো fiction. Non- fiction বলে যা বিকোয় সেও তো কিছু selective, critically placed, manipulated satastics ছাড়া আর কি? Post truth এর জামানায় non fiction বলি কিস্যু হয় না, বুইসো নটবর!
যেমন ধরো যুদ্ধ লাগল। তোমায় যুদ্ধের সৈন্যের সংখ্যা, বুটের মাপের পরিসংখ্যান, মৃত, অর্ধমৃত, জ্যান্ত, আহত ইত্যাদির পরিসংখ্যান, খাদ্য, গোলা-বারুদ, বস্ত্র, কাগজ, পেট্রোল ইত্যাদি ইত্যাদির পরিংখ্যানের ইয়াব্বড় লিস্টি দেওয়া ইয়াম্মোটা বই হাতে ধরিয়ে বলবে, non fiction... কিন্তু কেউ বলবে না যুদ্ধুটা কেন হয়েছিল। বিকল্প ছিল কি না। বুইলে নটবর!
শব্দ ঘোরে ভাবের ঘোরে। ভাব ঘোরে মসনদের গন্ধে
তুমি বাপু কি বুঝতি চাও, সত্য বলে কি ধরিস?
মহাকালই আজ ধন্দে!