সৌরভ ভট্টাচার্য
5 May 2014
ততটাই ওঠো, যতটা উঠলে টাল সামলিয়ে দাঁড়াতে পারো।
ততটাই জানো, যতটা জানলে হৃদয়ের সাথে চলতে পারো।
ততটাই শোনো, যতটা তুমি ভাণ না করে শুনতে পারো।
ততটাই দেখো, যতটায় তুমি রংগুলোকে চিনতে পারো।
ভালো তো বাসবে, ততটাই বেসো, যতটা নিজেকে হারাতে পারো।
আঘাতও করবে, ততটাই কোরো, যতটা নিজেও সইতে পারো।
সহজ করে পাও নি যাকে কোনো কালেই নয় সে তোর।
এই তো রে মন সহজ কথা, না বুঝলেই আঁধার ঘোর।
ততটাই জানো, যতটা জানলে হৃদয়ের সাথে চলতে পারো।
ততটাই শোনো, যতটা তুমি ভাণ না করে শুনতে পারো।
ততটাই দেখো, যতটায় তুমি রংগুলোকে চিনতে পারো।
ভালো তো বাসবে, ততটাই বেসো, যতটা নিজেকে হারাতে পারো।
আঘাতও করবে, ততটাই কোরো, যতটা নিজেও সইতে পারো।
সহজ করে পাও নি যাকে কোনো কালেই নয় সে তোর।
এই তো রে মন সহজ কথা, না বুঝলেই আঁধার ঘোর।