Skip to main content
সারাদিন শান্তি খুঁজে বেড়ালে
বনে গুহায় সৈকতে।
পেলে না।
বোসো। আর খুঁজো না।
ওটা খুঁজলেই হারায় মানুষ।

সারদিন প্রেম প্রেম করে দরজায় দরজায় ঘুরলে,ভিখারির মত।
ভালবাসতেই গেলে ভুলে।
ভালবাসা পেয়ে তৃপ্ত হয় নি কেউ কোনদিন।

সারাদিন সুখের জন্য হন্যে হয়ে বেড়ালে।
দু:খ জোটালে বরাদ্দর চেয়ে বেশি,
বরাদ্দ সুখের ভাগ বাড়াতে গিয়ে।

সব পথ মত ঘুরলে মুক্তির জন্য।
একবার ভেবেও দেখলে না তুমি নিজেই
বেঁধে রেখেছ কতজনকে।
ওদের মুক্ত করে দাঁড়াও, একা।

এবার খোঁজ সত্যিই কি চাই তোমার।

Category