সৌরভ ভট্টাচার্য
10 March 2019
সব সম্পর্কের একটা দুর্বল দিক থাকে। সেটা ধরে টানাটানি করতে গেলে সম্পর্কটা ছিঁড়েই যায়। সম্পর্ক ভালোবাসায় টেকে না। মানুষে মানুষে শুধু ভালোবাসায় সম্পর্ক টিকে থাকবে এমন নিখুঁত মানুষ আমি আজ অবধি দেখলাম না। সম্পর্ক টেকে নির্দোষ প্রশ্রয়ে। ওই নির্দোষ প্রশ্রয়টাই এই মাটির পৃথিবীর ভালোবাসার প্রাণ। ফুলের বৃন্ত? সে কেমন ফুলটাকে বুকের মধ্যে আগলিয়েও ফোটার সময় পাপড়িগুলোকে ছেড়ে দেয়! আটকিয়ে রাখতে চায় না নিজের মত করে! এও তেমন, কাউকে একটা তো বৃন্ত হতেই হয়। নইলে ঝড়ে কি আর টেকে?
যদি প্রশ্রয়ের সুযোগ নেয়? অপব্যবহার করে?
করে তো, সেও হয়। তখন সে পাপড়ি ঝড়ে উড়েই যায়। কেউ ঠেকাতে পারে না। শূন্য বৃন্তই ভালো তখন। ফুলের সুবাস না থাকুক, খোলা বাতাস তো বুকে লাগে!