Skip to main content

 

ট্রেনটা ব্রেকফেল করেছিল। কিন্তু সেই ট্রেনে তো রাজা আছেন। শুধু কী রাজা? রাজার চ্যালাচামুণ্ডারাও আছেনননন। তো? রাজা কে কী করে জানাবে ড্রাইভার?

ড্রাইভার গিয়ে রাজাকে বলল, মহারাজ, ট্রেনটি আমার অবাধ্য হয়েছে....

রাজা আঙুর খেতে খেতে আড়চোখে তাকিয়ে বললেন, তা তোমার বাধ্য হওয়ার তার কোনো কারণ দেখি না.... তবু বলো শুনি...কী হল?

আজ্ঞে, থামাতে চাইলে থামছে না......

রাজা এত জোর হেসে উঠলেন যে একটা রাজকীয় বিষম খেয়ে একাকার হলেন.... .কোনোভাবে নিজেকে থামিয়ে বললেন, তা তুমি তাকে থামাবেই বা কেন? তোমাকে এ স্পর্ধা দিল কে?

ড্রাইভার দুবার কান ধরে ওঠবস করে বললেন, খুব ভুল হয়ে গেছে মহারাজ.... কিন্তু একেবারেই যদি না থামে... মানে আপনি হুকুম দিলেও যদি না থামে......

রাজা তাকালেন। চোখের কোণে চিকচিক করছে জল। দুটো আঙুর ড্রাইভারের দিকে ছুঁড়ে দিয়ে বললেন, তোর এই অজ্ঞানতার জন্য আমি এক্ষুনি তোর গর্দান নিতে পারতাম.... .কিন্তু নিলাম না.... তুই যা..... ট্রেন থেকে ঝাঁপ দিয়ে নেমে যা.... পৃথিবীতে এখনো সেদিন আসেনি যে ট্রেন আমি থামাতে চাইব আর সে থামবে না......

খানিকবাদে নদীর উপর দিয়ে যখন দ্রুতগতিতে ঝমঝম করতে করতে দৌড়াচ্ছে ব্রেকফেল করা ট্রেন.... হঠাৎ আওয়াজ হল ঝপাং.....

ড্রাইভার ঝাঁপ দিল। সাঁতরাতে সাঁতরাতে দেখল ট্রেনটা ব্রেকহীন উর্দ্ধশ্বাসে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে নিশ্চিন্ত রাজা আর তার সব চ্যালাচামুণ্ডাদের নিয়ে।