সৌরভ ভট্টাচার্য
25 September 2014
সারাদিন হেলতে দুলতে যাচ্ছি
এটাই অভ্যাস এখন।
জোরে হাঁটতে গেলেই ধাক্কা লাগে
এর ওর গায়ে।
এটাই অভ্যাস এখন।
জোরে হাঁটতে গেলেই ধাক্কা লাগে
এর ওর গায়ে।
ছিটকে পড়ে বুকের বোতাম গুলো
(ভাগ্যিস কেউ আমরা ধুতি পরি না!)
সেই ছিটকানো বোতাম গুলো
মাড়িয়ে মাড়িয়ে চলে যায় বেখেয়ালে,
আমি মাথা নীচু করে এর ওর লাথি খেতে খেতে
বোতাম গুলো খোঁজার চেষ্টা করি।
এই করে হারিয়েছে আমার অনেক বোতাম।
(ভাগ্যিস কেউ আমরা ধুতি পরি না!)
সেই ছিটকানো বোতাম গুলো
মাড়িয়ে মাড়িয়ে চলে যায় বেখেয়ালে,
আমি মাথা নীচু করে এর ওর লাথি খেতে খেতে
বোতাম গুলো খোঁজার চেষ্টা করি।
এই করে হারিয়েছে আমার অনেক বোতাম।
তাই আজ জোরে হাঁটি না
হেলতে দুলতেই হাঁটি
যাতে ধাক্কা লাগাটা কমানো যায়।
হেলতে দুলতেই হাঁটি
যাতে ধাক্কা লাগাটা কমানো যায়।