সৌরভ ভট্টাচার্য
10 December 2018
দক্ষিণস্কন্ধ মোর পাইল আঘাত
আপন কক্ষচ্যুত হইয়া
চিকিৎসক রুধিলেন দক্ষিণের কাজ
বেড়িলেন বিচলন রোধক দিয়া
বন্ধুবর্গ কেহ খাওয়ায়, কেহ আসে স্নানাবার হেতু
কেহ করে নিশিযাপন সতর্ক হইয়া
গুরুজনে গালি পাড়ে, "বেশ হইল ইহা
কি কারণে ত্যাজিলে মীনকেতু?"
বামহস্তে লিখি কভু, কেহ লিখে - বলি যাই যাহা
কি জ্বালা হইল বিধি, কি কহিব তোরে
বামপন্থী হইয়া ভাসি বন্ধুবাৎসল্যে
মরমের শরমে যাই কাঁহা!
শোনো বলি মরমের কথা
যাহা জানিয়াছি সত্য সার
বামহস্ত দক্ষিণহস্ত, যত হস্তই রহু
বন্ধুহস্তের প্রেম বিনে নাহিক উদ্ধার!
মাতৃবাহু লইয়াছিল শিশুকালে জানি
প্রাণহীন দেহেরও কেহ উঠাইবে ভার
প্রাণ থাকিতে যদি বন্ধুহস্ত নাহি
যেন সংসার বিষাদ কারাগার