Skip to main content

বলেছিলাম আলোর দিকে ফেরো। তুমি আলোর সংজ্ঞা জানতে চাইলে। আমি মুখ্যু, আলোর সংজ্ঞা কি ছাই জানি? না জানি সে কোন পথে আসে, কোন পথে দিয়ে যায়?


তবু বলেছিলাম, আলোর দিকে ফেরো। তুমি বললে, আলো কি দেবে আমায়? হায় রে হায়। আমি মুখ্যু, হিসাব কিতাব কি আর কিছু বুঝি? লাভ-লোকসান সামলাব যে এত বুদ্ধি ঘটে কই? সব কিছুকেই তাই লোকসানের খাতায় রেখে, শুধু আলোকেই রাখি লাভের খাতায়। এই আমার সহজ হিসাব। আলোকে কেন লাভের খাতায়? আরে অতও নাকি মুখ্যু? গোটা দুনিয়াটাই যে লোকসানে ভরা, সে কথাটা অমন আলো আছে বলেই না দেখতে পেলুম। তাই আলোটাই আমার লাভের খাতায় তোলা।
আবার বললাম, আলোর দিকে ফেরো। তুমি বললে, আলোকে আমার নেই বিশ্বাস। সে ফাঁকি। আমার অন্ধকারটাই রইল চিরকালের।
আমি চুপ করলাম। আলোর দিকে ফেরার কথা বলতে পারি, আলোর তৃষ্ণা জাগাই, এমন সাধ্য কি আর আছে গো?
তবু আবার আসব, কটা দিন পর। বলব, আলোর দিকে ফেরো। ঘন অন্ধকার আলোর তৃষ্ণা জাগাবে না? তবে সে আর অন্ধকার কিসে? তার সব গর্বই যে হবে মাটি!