Skip to main content
বলে যাও

চলা থামল কবে?

তোমার মনে নেই
তারও নেই
যে ফেলে গেল তোমায় মাঝপথে

কিছু কাঁটা, কিছু ধূলো
কিছু অসম্পূর্ণ চলা
বুকে বাজে এখনও?

আমায় বলে যাও
সে না বলা কথাগুলো,
         যে ধুলোয় হেঁটেছ
সে ধুলোয় সম্পূর্ণ মিলিয়ে যাবার আগে

  সে কথা বাতাসের কানে যাব রেখে
      বাতাস নিয়ে যাবে সে পায়ের কাছে,
           লাগবে স্মৃতির টান
     তুমি শুনবে তার আসার আওয়াজ
           পড়ন্ত বিকালের রোদে
 সম্পূর্ণ নিশ্চিহ্ন হওয়ার আগে


(Samiran দা বলেন নিঃশব্দে ছবিতে)

Category