Skip to main content

 

সবাই তোমায় রাতদিন বলে না?

"তুমি সর্বশক্তিমান। তুমিই সর্বশ্রেষ্ঠ। তুমি অজেয়। তাই বাস্তব, যা তুমি চাও। সেভাবেই সব হবে, তুমি যেভাবে চাও। তাই ইতিহাস, যা তুমি কল্পনা করতে ভালোবাসো"।

বলে না? আমি জানতাম তো বলে।

বোকা লোক তুমি একটা। তোমার আগেও তোমার মত বোকা লোক পৃথিবীতে আরো কয়েকজন এসেছিল, যারা সবাই নিজেকে তোমার মত ভাবত।

অথচ দেখো, তুমি এত কিছু জানো আর এইটুকুই জানো না যে, সত্য নীরবে সব বিকৃতি সহ্য করে নেয়, বিকৃতকারী নশ্বর বলে; সত্য নিজে যে অবিনশ্বর!

এইটাই জানো না, বোকা লোক একটা, ধুর!