সৌরভ ভট্টাচার্য
27 December 2014
বুকের ভিতর কবে জানি একটা মস্ত চাওয়া জন্মেছিল
সে মরণকে বলেছিল, ফুঃ
সুখকে বলেছিল, ধ্যাৎ
কাছেরকে বলেছিল, সর
আমার জীবনকে বলেছিল, মরণ!
সেই চাওয়াটা তোমায় চেয়েছিল খালি
শুধু তোমায়
এত বড় বিশ্বে অন্তরীক্ষে মহাকাশে
কিচ্ছু চায় নি
কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না
শুধুই তোমায় চেয়েছিল
তুমি তাকে বলেছিলে, চাই না
সেই থেকে সে পাথর হয়ে বুকের সাথে আটকে
সাড়া দেয় না, কাঁদেও না, হাসেও না
তাকিয়ে থাকে নিস্পলক, উদাসীন
কেউ কাঁদলে, মৃদু হাসে
কিছুটা অবজ্ঞায়, কিছুটা করুণায়
বলে, বোকা