Skip to main content

মানুষের অনেক শ্রেষ্ঠ আবিষ্কার আছে।
সব শ্রেষ্ঠ আবিষ্কারগুলোর মধ্যে শ্রেষ্ঠতম আবিষ্কার এই বোধের আবিষ্কার,
 মানুষের শ্রেষ্ঠতম বন্ধু মানুষ।
এতে যদি ভুল হয় তবে সব শ্রেষ্ঠ আবিষ্কারগুলোই ব্যর্থ। সেগুলো তখন সব মানুষেরই শত্রু।
আগুন পোড়ায়। চাকা পিষে যায়। রন্ধিত খাবারে মেশে বিষ।
তবু ভুল হয়। ইতিহাস বলছে। বারবার ভুলে যায় মানুষই। আশাবাদী বলেন, আবার নতুন ভোর হবে বলেই আসে অন্ধকার।
কি ভয়ংকর সে অন্ধকার।

কি অসহ্য যন্ত্রণার এ অন্ধকার।

Category