কিশোর-কিশোরীদের নীলতিমি। আর বড়দের গুরুবাদ। কোথায় যেন একটা মিল আছে।
আজকের 'এই সময়ে' আর 'আনন্দবাজার' দুটোতেই জাতপাতের অসাম্যতা কিভাবে এই রামরহিম গুরুবাদের বীজ বুনে চলেছে তার বিশ্লেষণ আছে। তবে আমার মনে হয় জাতপাত ইত্যাদির সমস্যা যতই থাকুক, আমাদের রক্তে কোথাও একটা সমস্যার সরাসরি সমাধান না খুঁজে বাইপাস করে যাওয়ার প্রবণতা আছে। বাস্তব বিমুখ হয়ে রাস্তা খোঁজা। সম্মুখ সমরে না নেমে আরেকটা বিকল্প পরাবাস্তব পথ খোঁজা। নইলে জাতপাত এখনও একটা দেশে এমন ভয়ংকর শিকড় গেড়ে থাকে? বলি যারা মার খাচ্ছে তার মাথা না তুললে, তারা বিকল্প খুঁজলে রামরহিম তো জন্মাবেই।
শিক্ষা ছাড়া গতি নাই। কিন্তু সে কোন শিক্ষা? আপেল কেন মাটিতে পড়ে? না দুই দুগুনে কত হয়? নাকি কোনো অ্যাবস্ট্রাক্ট কথা না বলে সোজা কথায়, মানুষটা শান্তিনিকেতনে যে শিক্ষা ব্যবস্থার প্রচলন করেছিলেন? তার গভীরেই ভারতীয় যুগসঞ্চিত অন্ধকার দিকগুলোর বিরুদ্ধে লড়ার দিক নির্দেশ আছে? ভাবতে হবে...