Skip to main content
biye diye din

ছেলে মাতাল?
ছেলে সমকামী?
ছেলে উদাসীন? 
ছেলে বাউণ্ডুলে?
ছেলে দায়িত্বজ্ঞানহীন? 
ছেলে পাষণ্ড? 
ছেলে ছুঁকছুঁকে?


সমাধান খুঁজছেন?

বিয়ে দিয়ে দিন। 
তারপর? 

    সব ঠিক হয়ে যাবে। একটা মেয়ে কি না পারে সংসারে! সে আমরা যুগ যুগ ধরে গবেষণা করে জেনেছি না?

    জ্যান্ত চিতায় তোলো
        উঠে যাবে

    ঘাটের মড়ার সঙ্গে বিয়ে দাও
          বর্তে যাবে

আধপেটা খাইয়ে
   না খাইয়ে উপোস করিয়ে রাখো
       টুঁ শব্দটি মুখে করবে না

বাচ্চা বিধবার গর্ভসঞ্চার হোক
    মেনে নেবে

অপরিণত গর্ভে গর্ভসঞ্চার হোক
       মরে যাবে, তবু না বলবে না

ডাইনি বলে পুড়িয়ে দাও
     জ্বলে যাবে

   পণ দাবী করুন, 
গায়ে কেরোসিন তেল দিন
   ধর্ষণ করে পুড়িয়ে মারুন
       কি পরিবারের কেচ্ছা ভেবে চেপে রাখুন 

  সব মেনে নেবে

তবু জন্মাবে
          আবার জন্মাবে
    ডারউইন, ল্যামার্কের 
       অভিব্যক্তি তত্ত্ব মিথ্যা করে
          অবলুপ্ত হবে?
             কক্ষনো না
          তবু জন্মাবে 

সতী বানান
   মেনে নেবে

দেবী বানান
   মেনে নেবে

সমস্ত জগতের মা বানান
   পুজো করুন
       মেনে নেবে

   শত সহস্র নাম বানান
       স্তব বানান
          কুমারী বানান
       ভর পড়িয়ে সাধিকা বানান

       মেনে নেবে 

কি বুঝছেন?

   সব সমস্যার একটাই সমাধান
         "বিয়ে দিয়ে দিন। সব ঠিক হয়ে যাবে। একটা মেয়ের কি যে ক্ষমতা দেবতা জানে না, মানুষ তো কোন ছার!" 

   গোলমাল হলে? 

        সেও আছে। অবিদ্যামায়া। নষ্টভ্রষ্টা। সে সবেরও বিধান আছে। বাঁকা আঙুলের গল্প আছে। 

সে সব অনেক পরের কথা
   আগে তো বাবা বিয়ে দিয়ে দিন


[ছবিঃ সুমন]

Category