Skip to main content

ধরো তোমার কাছে একটা নীল কালির পেন আছে। অথচ আমার দরকার একটা কালো কালির পেন।
তুমি কখনো বোলো না, ইস, একটু আগেই আমার কাছে একটা কালো কালির পেন ছিল। কিম্বা বোলো না, তোমার পেনটাতে আগে কালো কালি পড়ত, এখন নীল পড়ে। অথবা, বোলো না, আরে আমার এই পেনটাও তো কালো কালিরই!
বরং বোলো, আমার এটা নীল কালির পেন, তুমি কালো কালি খুঁজতে অন্য কোথাও যাও, অন্য কারো কাছে। তাতে হয় তো আমার ক্ষণিক খারাপ লাগবে, তবু বিভ্রান্ত তো হব না!
দোহাই তোমায়, কাউকে তুষ্ট করতে নাই পারো, কোরো না, তবে তাকে বিভ্রান্ত কোরো না প্লিজ!