Skip to main content

আমি সব আলো জ্বাললাম
কোথায় তুমি?
প্রদীপ, মশাল ব্যর্থ হয়ে ফিরে এল আমার সাথে


একলা ঘরে মুখ লুকালাম
কি হবে বাইরে গিয়ে, যদি তুমিই থাকলে অধরা


হঠাৎ একদিন এসে দাঁড়ালে সামনে
তোমার জ্যোতিপুঞ্জে ম্লান হয়ে এল
আমার চেনা জগতের সব আলো।
অমৃতের পরশ পেলাম আমার সর্বাঙ্গে
ধন্য হলাম, তৃপ্ত হলাম, কৃতকৃত্য হলাম।


বললাম কি নামে ডাকব
বললে, ডাকটাই বড়, নামটা না।
কি করে পাব আবার?
বললে, আমায় খুঁজো না
বরং বিশ্বাসে বাড়িয়ে রেখো তোমার হাত
আমি ধরে নেব।

Category