Skip to main content

সামনে প্রবহমান গঙ্গা
  আমার এক 'আমি' মুগ্ধ হয়ে তাকিয়ে ওপারে
         আজকের দিনের শেষ সূর্য, দিগন্ত শয়ানে

আমার আরেক আমি তাকিয়ে
    সে প্রথম 'আমি'- র দিকে
       যে আমি নদী
কালের স্রোতে বইছে দুই-ই
          মোহনার দিকে

মাথার উপর উড়ে গেল একঝাঁক বক
      সাক্ষী উদাস অসীম আকাশ

হঠাৎ এক কিশোরী কঞ্চি হাতে দ্রুত পায়ে এলো, বলল
 "আমার ছোট্টো ছাগলটা কই? দেখেছ?"
   ওর চোখের দিকে তাকিয়ে -
   আমার প্রাণে জাগল অস্ফুট যন্ত্রণা!
   ওর বিহ্বলতা আমাকেও করল বিহ্বল

   আমারও কাকে যেন খোঁজার কথা না?

Category