সৌরভ ভট্টাচার্য
15 July 2015
বিশ্বাস করেছি, ঠকেছি। ফের বিশ্বাস করেছি, আবার ঠকেছি। কারণ -কখনো আমার নির্বুদ্ধিতা অথবা কখনো অন্যের সুনিপুণ অভিনয় ক্ষমতা।
সন্দেহ করে কি হবে? কাকে, কখন, কোন ক্ষেত্রে, কতটা সন্দেহ করতে হবে - এ কি খুব সহজ হিসাব? আর সব হিসাব মিললও বা যদি, তাও যে ঠকব না তার কি নিশ্চয়তা আছে?
অনেকবার শূন্য থেকে শুরু করতে হয়েছে। ভবিষ্যতেও হবে।
তবু ভালোবাসা পেতে ইচ্ছা করে, ভালোবাসতে ইচ্ছা করে, মন খুলে কথা বলতে ইচ্ছা করে যে, আলিঙ্গন করতে ইচ্ছা করে - এ সবের খুব কঠোর মাশুল গুনতে হবে জেনেও। তবু, সোজা রাস্তায় হাঁটতে ইচ্ছা করে, অনেক কিছু খোয়াতে হবে মেনেও।
হায় রে অসহায় নির্বোধ হৃদয়, যদি ক্ষমা করতে না পারো, তবে এ সংসারের খুব কাছে এসো না। জ্বলে যাবে।
ক্ষমা করো নিজেকে, মন প্রফুল্ল হবে।
ক্ষমা করো অন্যকেও, মন শান্ত হবে।