Skip to main content

চিরকালই খারাপ মানুষ, ভালো মানুষ, দায়িত্বশীল মানুষ, দায়িত্বজ্ঞানহীন মানুষ, সংবেদনশীল মানুষ, নিষ্ঠুর মানুষ ছিল, আছে, থাকবেও।
       কিন্তু ইদানীং যেভাবে সেগুলোর জেনারেলাইজেশান শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে, রীতিমতো আতঙ্কিত হচ্ছি। নির্দিষ্ট ভাষা, নির্দিষ্ট প্রদেশ উল্লেখ করে যে বিভাজনরেখা টানার খেলা চলছে, এটা ভয়ংকর। এই বিষ ক্রমে একদিন জেলাভিত্তিক, পাড়াভিত্তিক হয়ে উঠবে। কারণ এই ধ্বংসাত্মক আসুরী প্রবৃত্তির একটা নেশা আছে।
       বিদ্বেষপরায়ণ হওয়া, প্রাদেশিক হওয়া, গণক্ষুব্ধতাকে নিয়ে মত্ত হওয়ার মধ্যে একটা সুনির্দিষ্ট পরিচয় তৈরি হয়, একটা মোটা দাগের "আমরা" - "ওরা" দ্বন্দ্ব। এতে মঙ্গল নেই। এতে অস্থিরতা আছে। হতাশা, একঘেয়েমি, হীনমন্যতাবোধের থেকে তাৎক্ষণিক ছেদ-সুখ আছে। কিন্তু তারপর ঘন অন্ধকার। ভীষণ ঘন।
       কি দুর্ভাগা জাত এই মানুষ না? যেখানে এমন একটা মাধ্যম হাতের মুঠোয়, যা এক লহমায় বিশ্বের দোরগোড়ায় নিজের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষমতা দেয়, সেই পথেও বিষের কারবার শুরু করেছি আমরা। শুভবুদ্ধি-চিন্তা না, সহনশীলতার কথা না, শুধু সেই আদিম বর্বরতার শিক্ষিত আধুনিকীকরণ। হতাশার কথা!