সৌরভ ভট্টাচার্য
23 August 2015
যখন তাকিয়েছিলে
বলেছিলাম, সুন্দর
তুমি বিষাক্ত কপটতায়
চুমু খেয়েছিলে
সে বিষ নামল ধীরে ধীরে
আমার সর্বাঙ্গ ছেয়ে,
বাধা দিইনি
বিষে আমার অধিকার
না তোমার আদরের মোহ
না বুঝেই ভালোবেসেছি তোমায়
ভালবাসবোও
বিষের সাথে প্রাণের বোঝাপড়া
দেখতে দেখতে
সইতে সইতে
শেষে তুমি থাকবে, না হয় বিষ
বা হয়তো থাকব
বিষেতে তোমাতে আমাতে
একাকার হয়ে