Skip to main content

কবি নও

যদি তুমি একটি ঘুমন্ত শহরের মধ্যরাতে
   গভীর জঙ্গলে মধ্যরাতের পায়চারি শুনতে না পাও
       তবে তুমি যেই হও
          কবি নও

এ বাস্তব

যে অশান্ত তার সুখ কই?
   এ বাণী

কিন্তু যারা সুখে আছে, তারাই বা শান্তিতে থাকতে দিচ্ছে কই?
    এ বাস্তব

আমিও এলাম

বহুদিন পর আজ অপ্রয়োজনীয় হওয়ার সাহস পেলাম
বোঁটা ছিঁড়ে মাটিতে পড়া শুকনো পাতাটা তুলে -
   নিঃসঙ্কোচে বললাম,
                                  আমিও এলাম

ঈশ্বরের গল্প সব শেষ হলে


ঈশ্বরের গল্প সব শেষ হলে
মানুষ ফিরে আসে

কয়েক পশলা বৃষ্টিতেই
মেঘের গল্প ভাসে

যে গোলাপটা ফুটেছিল


যে গোলাপটা ফুটেছিল

ঝরে গেছে

যে কথাগুলো ফুটিয়ে গেল

রয়ে গেছে

ফুলটা নিঃশব্দেই ফুটেছিল

ফুলটা নিঃশব্দেই ফুটেছিল
তাকাবো না-ই ভেবেছিলাম

আঙুলে কাঁটা ফোঁটার পর বুঝলাম
    অজান্তেই তাকিয়েছিলাম
 

তুমি তো মহাকাল নও

ইতিহাসের কয়েকটা পাতা ছিঁড়তে চাইছ
ছেঁড়ো
সে ছেঁড়া পাতাগুলো রাখবে কোথায়?
তুমি তো মহাকাল নও!
 

গুরু কহিলেন


গুরু কহিলেন, তবে বাবা সত্য কি?
শিষ্য গদগদ হইয়া কহিল, আপনি যাহা কহিলেন।
গুরু উৎফুল্ল হইয়া কহিলেন, আর আমি কি কহিলাম? 
শিষ্য বলিল, সত্য, গুরুদেব, সত্য কহিলেন।

অবশেষে আর যুক্তি না খুঁজে


অবশেষে আর যুক্তি না খুঁজে, সান্ত্বনা না খুঁজে,
             হেসে উড়িয়ে দিতে শিখলাম
ব্যস, পাথর কই আর? 
           এ যে পাথুরে পথ শুধু
Subscribe to বিন্দু