Skip to main content

বিশ্বাসী

এতটাও বিশ্বাসী সেজে থেকো না, যে -
  বাইরের দেওয়াল রঙিন রেখে
...

হতাশ

জীবন ছিল। মোড়ক ছিল না।
সারপ্রাইজ তো নয়ই।

হতাশ হলে তুমি
    হতাশ করলে আমাকেও

শিরদাঁড়া

তবু রাস্তাটা পেরোতেই হবে
অবশেষে মনে পড়বেই
   মানুষের একমাত্র রক্ষাকবচ -
          বলিষ্ঠ একটা শিরদাঁড়া

ভাষা আর অনুভব

ভাষা আর অনুভবের মধ্যে
   এক খরোস্রোতা নদীর ব্যবধান

পেরোতে পারলে
    হাতের উপর একটা হলুদ প্রজাপতি এসে বসে

(ছবি - Susmita Barat)

তোমায় ভুলে যাওয়া

তোমায় বারবার ভুলে যাওয়া আমার অভ্যাস
তুমি বলো স্বার্থপর, দুনিয়া বলে উদাসীন

মূর্খরা বোঝে না
শ্বাস নেওয়ার আগে শ্বাস ফেলাও তো জরুরী

দুনিয়া তো এক বাজার

দুনিয়া তো এক বাজার
    তোমাকে খুঁজে পাওয়ার উপলক্ষ্য মাত্র

চলো এ বাজার ছেড়ে বাইরে
      একটু নিরালায় বসি

প্রেমের জন্য হাপিত্যেশ করিনি

প্রেমের জন্য হাপিত্যেশ করিনি
   তোমার জন্যে করেছিলাম

দুনিয়া ওকেই প্রেম বলে
            পরে জেনেছিলাম

অভাবটা তোমার

কান্নাটা আমার
     যন্ত্রণাটা আমার

         অভাবটা
          তোমার

তৃষ্ণা

রাস্তার শেষে কোনো গন্তব্য রাখিনি
    দিগন্তরেখাকে রেখেছি

আধপোড়া সলতের বুকে
    ভোরের তৃষ্ণাই দেখেছি

শপথ নিয়েছি

নম্রতা বলতে মাথা নীচু বুঝিনি

বরং মাথা উঁচু করে "জানি না" বলাকেই বুঝেছি

আর কিছু না মিলুক,
   হেমলককে নিরাশ না করার শপথ নিয়েছি

Subscribe to বিন্দু