Skip to main content

আমার পৃথিবী

তোমার কপালে যে টিপ
             আমার পৃথিবী

কথাটা সত্যি নয়
আবার মিথ্যাও যে নয়

আমাকে ঘিরে রেখেছে এক অদৃশ্য আমি


আমাকে ঘিরে রেখেছে এক অদৃশ্য আমি
আমার নিঃসঙ্গতাকে চুমু দিতে চাইছে 
উড়ন্ত একটা সাদা বক
যার গায়ের রঙ আগে ছিল নীল

ঘাড় উঁচু করে


ঘাড় উঁচু করে হেঁটে চললে 
   ভাবলে মাথাও থাকলো উঁচু

ঘাড় নমনীয় না হলে ভাই
    মাথা কি থাকে উঁচু?

স্নিগ্ধ ঝড়

ঝড়ের বাতাস বোলগুলোকে গাছ থেকে ছিঁড়ে মাটিতে ফেলে
ধুলোয় ধুলোয় উড়িয়ে দিয়ে গেল
...

শুকনো জলের দাগ

যেন জানতে
যেন তুমিও অপেক্ষায় ছিলে
যেন কাল রাতে ঘুম হয়নি তোমারও
...

শান্ত থেকো

বুকের ভিতর ঢেউ উঠলেও 
শান্ত থেকো
ওরা জানতে পারলে
  সাগরের নামেও করতে পারে ফতোয়া জারি
...

সূর্যোদয়

সূর্যোদয় কারোর অপেক্ষা করে না
তবু সূর্যোদয়ের অপেক্ষা আমার আমরণ
...

খাঁচা

যদি খাঁচা খুলে বাইরে আসো
   যদি দাঁড়াও
      খাদের কিনারার শেষ পাথরটায় সাহস করে
...

এমন হোক

এমন হোক
ফেরার তাড়া না থাকুক

অপেক্ষায় আছি
  আমার তাড়া নেই
Subscribe to বিন্দু