Skip to main content


        কোনো নীতিই যখন কৈফিয়ত কিম্বা জবাবদিহির তোয়াক্কা করে না, তা অবশ্যই দুর্নীতি। কোনো মানুষও।
        মানুষের কল্পনায় যিনি ঈশ্বর, তিনি সর্বশক্তিমান হয়েও সত্য, মঙ্গল আর ন্যায়ের কাছে কৈফিয়ত দিতে দায়বদ্ধ। অসুর নয়। এমনই একটা ধারণা দ্বারা প্রভাবিত মনে হয় বিশ্বের সব নীতি, প্রত্যক্ষ কিম্বা পরোক্ষভাবে।
        সত্য, মঙ্গল ও ন্যায়কে ধ্রুব জেনেই সমাজ গড়ে উঠেছে। এই তিনের মুখোমুখি স্বচ্ছতার সাথে না হতে পারলে মানুষ নিজের কাছে ছোটো হয়, যে কোনো সমাজও। যেদিন সে দুর্দিন আসে, সেদিন মানুষ নিজেই নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় উন্মত্তের মত। ইতিহাস সাক্ষী - বিনাশকালে বিপরীত বুদ্ধি।