সৌরভ ভট্টাচার্য
19 November 2016
সারাটা জীবন এমন ভাব করলে
যেন তোমার জমিতে রয়েছে শুধুমাত্র একটা আগ্নেয়গিরি
আর তোমার কাজ যেন একটাই -
সকাল সন্ধ্যে, বর্ষা বসন্ত
শুধুই অগ্ন্যুৎপাত ঘটানো
কেন গো
জমিতে একটা বাগান করলে কি হত?
শক্তি মানে কি শুধুই আগুন?
শিকড় না?!
তবে ধৈর্য মানলে না কেন?
ধৈর্য মানে কি?
ধৈর্য মানে, অনেক ঘামের শেষে
একটা টকটকে লাল গোলাপ
লাল মানে কি শুধুই লোলুপ শিখা?
গোলাপের শান্ত স্নিগ্ধ পাঁপড়ি না?!